Friday, January 23, 2015

আবার আসছে প্রত্ননাট 'উয়ারী-বটেশ্বর'।

ধারনা করা হচ্ছে আগামী ২৪ জানুয়ারি হতে নাটকটির মহড়া শুরু হবে। 


প্রত্ন-নাটক 'উয়ারী-বটেশ্বর আবার মঞ্চস্থ হতে যাচ্ছে আগামী ১৩ এবং ১৪ই ফেব্রুয়ারী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় নির্মিত দ্বিতীয় প্রত্ন-নাটকটি নির্দেশনা দিয়েছেন সম্রাট প্রামাণিক এবং রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী। বাংলাদেশের গুণী নির্দেশক সম্রাট প্রামাণিক থিয়েটারের একঝাঁক তরুণ ছেলেমেয়েকে নিয়ে টানা দেড় মাস পরিশ্রম করে গত বছর ৬ই জুন নাটকটি মঞ্চে আনেন। এ বছর ১৩ এবং ১৪ই ফেব্রুয়ারী নাটকটি পুনঃপ্রদর্শনীর লক্ষে নাটকের নির্দেশক এবং কলকুশলীগন আজ ২৩রা জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মিলিত হবেন। ধারনা করা হচ্ছে আগামী ২৪ জানুয়ারি হতে নাটকটির মহড়া শুরু হবে। বাংলাদেশের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের প্রাচুর্যময় সম্ভার প্রত্নতাত্তি্বক নিদর্শনগুলোহের ঐতিহাসিক ভিত্তিভূমি নতুন করে উপস্থাপনই ছিল নাটকটির মূল উদ্দেশ্য।
নাটকের সঙ্গীত পরিকল্পনা করেছেন ড. কমল খালিদ, পোশাক পরিকল্পনা করেছেন এনাম তারা সাকি, আলোক পরিকল্পনায় মাজহারুল চোকদার ও কোরিওগ্রাফিতে আবু ইসলাম মুহাম্মদ ইতিহাস। নাটকে অভিনয় করেছেন অনুপম, পলাশ, জাহাঙ্গীর, শিমুল, রোশেন, তানিম, মাহবুব, নিরু, শিশির, মোরশেদ, ওলিয়েন্ডার, সাহিদা, সেলিম, ইতিহাস, মোকাররম, জাভেদ, সোমা, রাশেদ, তাজুল, শায়লা।
'উয়ারী-বটেশ্বর' নাটকের একটি দৃশ্য।

No comments:

Post a Comment