Wednesday, January 28, 2015

ওবামার মুখে শাহরুখের সংলাপ

(‘সিনোরিটা, বাড়ে বাড়ে দেশো মে, এসে ছোটে ছোটে চিজ হতে রেহতে হে’)


তিন দিনের সফরে ভারতে এসে ২৬ জানুয়ারি, সোমবার দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বক্তৃতার এক পর্যায়ে তিনি ভাঙ্গা হিন্দিতে বলিউড কিং শাহরুখ খান আর কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' সিনেমার জনপ্রিয় একটি সংলাপ (‘সিনোরিটা, বাড়ে বাড়ে দেশো মে, এছে ছোটে ছোটে চিজ হতে রেহতে হে’) বলার চেষ্টা করেন। তার এ সংলাপ উচ্চারণের ধরনে উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। তারপর তিনি আবার তার স্বাভাবিক বক্তব্য শুরু করেন। 

Tuesday, January 27, 2015

ঝড় তুলল ‘পিকে’র ব্যাঙ্গাত্মক অ্যানিমেশন ‘সিকে’

ভিডিওটিতে বলিউডের কিং শাহরুখ খান সহ দেখা মিলেছে ঋত্বিক রোশন, বিরাত কহলির।


আমির খানের ‘থ্রি ইডিয়ট’র সফলতার পর এবার এল পিকে। আমির খান নিজেই যেন ব্যাস্ত নিজের রেকর্ড ভাঙতে। বক্স অফিসে নিজেরই করা ‘থ্রি ইডিয়ট’র রেকর্ড ভেঙে দিয়ে ৬৫০ কোটির রেকর্ড ছুঁয়ে বলিউডের ইতিহাসে নতুন মাইলস্টোন তৈরি করেছে রাজকুমার হিরানির পিকে। বহুল বিতর্কের ঘেরাটোপে দাঁড়িয়েতাইতো মুক্তির একমাস পরেও জল্পনার শিরোনামে আমিরের পিকে। কিন্তু এবার পিকে’ নিয়ে তৈরি হল একটি ব্যাঙ্গাত্মক অ্যানিমেশন ভিডিও সিকে’ একটু আধটু নয় অনেকটাই ভিন্নতা আছে রাজকুমার হিরানির পিকে’ এবং ‘সিকে’র মধ্যে। নতুন এই অ্যানিমেশন ভিডিওটিতে বলিউডের কিং শাহরুখ খান সহ দেখা মিলেছে ঋত্বিক রোশন, বিরাত কহলির দেখা মিলেছে ভিন্ন ভিন্ন চরিত্র হিসেবে।


ভিডিও টি দেখে আশা করি আপনাদেরও ভাল লাগবে।

জাতীয় নৃত্যনাট্য উৎসব ২০১৫।

১৫ মিনিটের প্রশ্নোত্তর পর্বেই পরবর্তী মঞ্চায়নের লাইটিং ও সেট তৈরি সম্পন্ন হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজন করেছে ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব ২০১৫’। আমার মুক্তি আলোয় আলোয়স্লোগান নিয়ে আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই নৃত্যনাট্য উৎসব২৭ জানুয়ারি  থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন তিনটি নৃত্যনাট্য মঞ্চায়িত হবে। সমাপনী দিবসে বিকাল ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়েছে। প্রতিটি নৃত্যনাট্য মঞ্চায়নের পর পরিবেশিত নৃত্যনাট্যের পরিচালক ও শিল্পীরা মুখোমুখি হবে বিশিষ্ট নৃত্য ও নাট্য ব্যক্তিত্বের প্রশ্নোত্তর পর্বে। ১৫ মিনিটের এ প্রশ্নোত্তর পর্বের মধ্যেই পরবর্তী মঞ্চায়নের  লাইটিং ও সেট তৈরি সম্পন্ন করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি)অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ নৃত্যশিল্পী  সংস্থার সভাপতি মীনু হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব  ডঃ রণজিৎ কুমার বিশ্বাস, এনডিসি ও নৃত্যগুরুমাতা  রাহিজা খানম ঝুনু।

Sunday, January 25, 2015

দেশব্যাপী অনুষ্ঠিত হবে যাত্রা প্রদর্শনী

আজ ২৫ জানুয়ারি ঢাকার রাজারবাগে যাত্রাপালা ‘মা, মাটি মানুষ’।



এদেশের একমাত্র গবেষণামূলক ও পরিবেশবাদী যাত্রা সংগঠন দেশ অপেরার আয়োজনে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে কয়েকটি শিক্ষা সচেতনতামূলক যাত্রাপালা। বেসরকারী উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় ২০১১ সাল থেকে দেশের প্রথম সারির যাত্রাদল দেশ অপেরার তত্ত্বাবধানে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা সচেতনতামূলক বিশেষ যাত্রা প্রদর্শনী। বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি দের পরিচালনায় এসব যাত্রার প্রদর্শনীর উদ্যোগ নেয়া হচ্ছে। গণসাক্ষরতা অভিযানের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্ধারিত ৯টি প্রদর্শনীর মধ্যে ৪টি অনুষ্ঠিত হয় গত ডিসেম্বরে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া ও চট্টগামে। এই ধারাবাহিকতায় আজ ২৫ জানুয়ারি রবিবার রাজধানী ঢাকার রাজারবাগে অভয় বিনোদনী উচ্চ বিদ্যালয় মাঠে প্রদর্শিত হবে যাত্রাপালা ‘মা, মাটি মানুষ’। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চিত্তরঞ্জন দাস। ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত এম, আলীম নির্দেশিত পালাটি পরিবেশন করবে আকাক্সক্ষা শিল্পগোষ্ঠী। একই দিনে নাটোর সদর থানার সাতনী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরণ শিল্পীগোষ্ঠী মঞ্চায়ন করবে ‘জীবন নদীর তীরে’, রঞ্জন দেবনাথ রচিত এ পালার নির্দেশনা দিয়েছেন রাবনেওয়াজ খান মেজর। আয়োজনের অংশ হিসেবে ২৭ জানুয়ারি মাদারীপুরের কদমবাড়িতে রয়েছে চৈতালী অপেরার ‘মা, মাটি মানুষ’। ২৮ জানুয়ারি একই পালা মঞ্চস্থ হবে কিশোরগঞ্জে এবং ৩১ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোকশিল্প মেলায় দেশ অপেরা মঞ্চায়ন করবে দুটি পালা ‘ময়না মতির সংসার’ ও ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা।’ এ বিষয়ে মিলন কান্তি দে বলেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর একান্ত আগ্রহের কারণেই বাংলাদেশে শিক্ষামূলক যাত্রানুষ্ঠানের একটি ধারা চালু হয়েছে। বিশেষ করে এ ধরনের পালা মঞ্চায়নের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিশুদের স্কুলে ভর্তি, ঝরেপড়া রোধে সচেতনতা সৃষ্টি করা।





আবারো অস্কার পেলেন প্রথম অস্কারজয়ী বাংলাদেশি-নাফিস বিন জাফর।

নাফিস জাতীয় স্মৃতিসৌধের স্থপতিএকুশে পদকপ্রাপ্ত সৈয়দ মইনুল হোসেনের ভাগ্নে।

২০০৭ সালে তরুণ বাংলাদেশী অ্যানিমেটর নাফিস বিন জাফর প্রথম বাংলাদেশি হিসেবে পুরস্কার পেয়ে ইতিহাসের পাতায় নিজেকে অমর করে রাখেন নাফিস বিন জাফর আবারও অস্কার জিতলেনহাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন টুছবিতে বিধ্বংসী ইফেক্টস তৈরির জন্য কারিগরি বিভাগে আরউইন কওম্যানস স্টিফেন মার্শালের সঙ্গে বছর যৌথভাবে অস্কার জিতেছেন বাংলাদেশী তরুণ  অ্যানিমেটর নাফিস গত জানুয়ারি চিঠির মাধ্যমে নাফিসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেনএকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস


উল্লেখ্য এর আগে ২০০৭ সালেপাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ডছবির জন্য অস্কার জিতেছিলেন এই তরুণ অ্যানিমেটর নাফিস বর্তমানে চীনের সাংহাইতে ওরিয়েন্টাল ড্রিম ওয়ার্কসে অ্যানিমেশন বিভাগের প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করছেন বেভারলি উইলশায়ার হোটেলে ২০০৮ সালের ৯ফেব্রুয়ারি অস্কার পুরস্কার অনুষ্ঠানে তার হাতে এই'সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ড' তুলে দেওয়া হয় নাফিস বিন জাফর ছাড়াও ডিজিটাল ডোমেইনে ফ্লুইড সিমুলেশনপদ্ধতির উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে আরও দুজনকে পুরস্কার দেওয়া হয় বাবা-মায়ের একমাত্র সন্তান নাফিস ১৯৭ সালে৮ই অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তবে ১৯৮৯ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনারচার্লসটনে চলে যান  নাফিস বিন জাফরের বাবা জাফর বিন বাশার মানাফিসা জাফর তার গ্রামের বাড়ি রাজবাড়ী কলেজ অব চার্লসটন থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকডিগ্রি অর্জন করেন পর্যন্ত তিনি হলিউডের কয়েকটি ফিল্মে কাজ করেছেন এর মধ্যেরয়েছে 'পার্সি জ্যাকসন অ্যান্ড অলিম্পিয়ানস : দ্য লাইটিং থিফ', 'দ্য সিকার : দ্য ডার্কইস রাইজিং', 'ফ্লাগস অব আওয়ার ফাদার', 'স্টিলথ' নাফিস জাতীয় স্মৃতিসৌধের স্থপতিএকুশে পদকপ্রাপ্ত সৈয়দ মইনুল হোসেনের ভাগ্নে এবং বরেণ্য চিত্রশিল্পী মুস্তফামনোয়ারের নাতি   

Saturday, January 24, 2015

'আরণ্যক' আয়োজন করছে 'শীতকালীন পথনাট্যোৎসব'

মূর্খ লোকের মূর্খ কথা নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে আজ।

আরণ্যক নাট্যদলের আয়োজনে আজ ২৪শে জানুয়ারি, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন পথনাট্যোৎসব ২০১৫ এক দিনের এ উৎসবের এবারের স্লোগান হে পথিক, রুখো সন্ত্রাস বাঁচাও জীবনবেলা সাড়ে তিনটায় উৎসবটি শুরু হবে। উৎসবে তিনটি নাটক প্রদর্শিত হবে। এগুলো হলো: মামুনুর রশীদের রচনা ও শাহ আলম দুলালের নির্দেশনায় আগুনের ডালপালা, মান্নান হীরার রচনা ও নির্দেশনায় মূর্খ লোকের মূর্খ কথাখেঁকশিয়ালএর মধ্যে মূর্খ লোকের মূর্খ কথা নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে আজ।


Theater Express.

Friday, January 23, 2015

আবার আসছে প্রত্ননাট 'উয়ারী-বটেশ্বর'।

ধারনা করা হচ্ছে আগামী ২৪ জানুয়ারি হতে নাটকটির মহড়া শুরু হবে। 


প্রত্ন-নাটক 'উয়ারী-বটেশ্বর আবার মঞ্চস্থ হতে যাচ্ছে আগামী ১৩ এবং ১৪ই ফেব্রুয়ারী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় নির্মিত দ্বিতীয় প্রত্ন-নাটকটি নির্দেশনা দিয়েছেন সম্রাট প্রামাণিক এবং রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী। বাংলাদেশের গুণী নির্দেশক সম্রাট প্রামাণিক থিয়েটারের একঝাঁক তরুণ ছেলেমেয়েকে নিয়ে টানা দেড় মাস পরিশ্রম করে গত বছর ৬ই জুন নাটকটি মঞ্চে আনেন। এ বছর ১৩ এবং ১৪ই ফেব্রুয়ারী নাটকটি পুনঃপ্রদর্শনীর লক্ষে নাটকের নির্দেশক এবং কলকুশলীগন আজ ২৩রা জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মিলিত হবেন। ধারনা করা হচ্ছে আগামী ২৪ জানুয়ারি হতে নাটকটির মহড়া শুরু হবে। বাংলাদেশের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের প্রাচুর্যময় সম্ভার প্রত্নতাত্তি্বক নিদর্শনগুলোহের ঐতিহাসিক ভিত্তিভূমি নতুন করে উপস্থাপনই ছিল নাটকটির মূল উদ্দেশ্য।
নাটকের সঙ্গীত পরিকল্পনা করেছেন ড. কমল খালিদ, পোশাক পরিকল্পনা করেছেন এনাম তারা সাকি, আলোক পরিকল্পনায় মাজহারুল চোকদার ও কোরিওগ্রাফিতে আবু ইসলাম মুহাম্মদ ইতিহাস। নাটকে অভিনয় করেছেন অনুপম, পলাশ, জাহাঙ্গীর, শিমুল, রোশেন, তানিম, মাহবুব, নিরু, শিশির, মোরশেদ, ওলিয়েন্ডার, সাহিদা, সেলিম, ইতিহাস, মোকাররম, জাভেদ, সোমা, রাশেদ, তাজুল, শায়লা।
'উয়ারী-বটেশ্বর' নাটকের একটি দৃশ্য।